ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উখিয়ায় ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ১৫ আগস্ট ২০২৫  
উখিয়ায় ৪ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ

জব্দকৃত ইয়াবা

কক্সবাজারের উখিয়া উপজেলার কাটাখাল সীমান্ত থেকে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির সদস্যরা এ অভিযান চালায়।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, সীমান্ত পিলার বিআরএম-১৮ এর কাছাকাছি মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশের চেষ্টা চলছে- এমন খবর পাওয়া যায়। পরে একটি দল পালংখালী বিওপি থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে কাটাখাল এলাকায় কৌশলে অবস্থান নেয়। রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ৭ জনকে মাছের ঘেরের রাস্তা দিয়ে বেড়িবাঁধের উপর দিয়ে আসতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করে। সেসময় তারা চারটি কালো কাপড়ের ব্যাগ ফেলে অন্ধকারের সুযোগে পালিয়ে যায়।

তিনি আরো জানান, পরে ব্যাগগুলো তল্লাশি করে ৪৮ কাটে ৪ লাখ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা না গেলেও মাদক পাচারে জড়িতদের শনাক্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা চলছে বলে জানান তিনি।

উদ্ধার করা ইয়াবা উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

ঢাকা/তারেকুর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়