ঢাকা     মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুরির অপবাদ সইতে না পেরে থানা হাজতে যুবকের আত্মহত্যার চেষ্টা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৫, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৪০, ১৫ আগস্ট ২০২৫
চুরির অপবাদ সইতে না পেরে থানা হাজতে যুবকের আত্মহত্যার চেষ্টা

রাকিব সিকদার

পটুয়াখালীর বাউফলে চুরির অপবাদ সইতে না পেরে থানা হাজতে আত্মহত্যার চেষ্টা করেছেন রাকিব সিকদার (২০) নামের এক যুবক। সিসিটিভির মনিটরে বিষয়টি দেখতে পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে নিবৃত্ত করে। 

বাউফল পৌর শহরের চন্দ্রপাড়া সড়কের কাছে অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরির অভিযোগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে রাকিব সিকদারকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে অ্যাডভোকেট এনামুল হকের বাড়িতে চুরি হয়। চুরির অভিযোগে স্থানীয়দের সহায়তায় রাকিবকে আটক করেন বাউফল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ খলিফা। তাকে থানা হাজতে রাখা হয়। রাত ৯টার দিকে হাজতের কম্বল ছিঁড়ে গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেওয়ার চেষ্টা করেন রাকিব। বিষয়টি থানার ডিউটি অফিসারসহ অন্য পুলিশ সদস্যদের নজরে আসলে তাকে নিবৃত্ত করা হয়। 

বাউফল থানার এএসআই শাহীন হাওলাদার বলেছেন, রাত ৯টার দিকে সিসি টিভির মনিটরে দেখি, রাকিব কম্বল ছিঁড়ে হাজতের গ্রিলে গলায় ফাঁস দিচ্ছে। সঙ্গে সঙ্গে অন্য পুলিশ সদস্যদের নিয়ে দরজা খুলে তাকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে রাকিব সাংবাদিকদের বলেছেন, “আমাকে যে অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, সেই অপরাধ আমি করিনি। আমাকে ডেকে নিয়ে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে। আমি এই মিথ্যা অপবাদ সহ্য করতে পারছিলাম না। তাই, আত্মহত্যার চেষ্টা করেছি।”

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান সরকার বলেছেন, চুরির অভিযোগে আটক রাকিবকে শুক্রবার আদালতে পাঠানোর কথা ছিল। আত্মহত্যার চেষ্টার পর তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়েছে।

ঢাকা/ইমরান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়