ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৭, ১৫ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:০৯, ১৫ আগস্ট ২০২৫
চিকিৎসক দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় বউ-শাশুড়ি আহত

ফেনীতে ট্রাকের ধাক্কায় দুই নারী আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনী সদর হাসপাতাল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- জেলার পরশুরাম উপজেলার সত্যনগর গ্রামের বাসিন্দা ফাতেমা আক্তার (৩২) ও হোসনে আরা বেগম (৫৫)। সম্পর্কে তারা বউ-শাশুড়ি।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ট্রাংক রোডে একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফেরার জন্য অটোরিকশাযোগে সদর হাসপাতাল মোড়ে নামেন তারা। পরে রাস্তা পার হওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে দুজনই আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শাহরিয়ার মাহমুদ বলেন, ‘‘হোসনে আরা বেগমের বাম পা ভেঙে হাড় বের হয়ে গেছে। আর ফাতেমা আক্তারের মাথায় গুরুতর আঘাত লেগেছে। উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম পাঠানো হয়েছে।’’

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সামজুজ্জামান বলেন, ‘‘ঘাতক ট্রাক ও চালককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/সাহাব/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়