সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের জিরাগাও গ্রামের আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৮) ও লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৪৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব