ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ব্যাংক লুটের ঘটনায় ৩ নিরাপত্তা প্রহরী আটক

নিজস্ব প্রতিবেদক, খুলনা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৩, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১২:৫৮, ১৬ আগস্ট ২০২৫
খুলনায় ব্যাংক লুটের ঘটনায় ৩ নিরাপত্তা প্রহরী আটক

কৃষিব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট করা হয়।

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের গেট ও লকার ভেঙে ১৬ লাখ টাকা লুটের ঘটনায় তিন নিরাপত্তা প্রহরীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। 

শনিবার (১৬ আগস্ট) সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ। আটক তিন নিরাপত্তা প্রহরী হলেন- আফজাল, আবুল কাশেম ও তরিকুল।

এর আগে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেল থেকে শুক্রবার (১৫ আগস্ট) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ লুটের ঘটনা ঘটছে বলে ধারণা করা হচ্ছে।

রূপসা থানার ওসি তদন্ত আব্দুস সবুর বলেন, “রূপসা কৃষি ব্যাংকে তিনজন প্রহরী রয়েছে। আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নিয়ে এসেছি। জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে।”

পুলিশ ও স্থানীয়রা জানান, ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম শুক্রবার রাত ১০টার দিকে ব্যাংকে এসে দেখেন মেইন গেটের তালা ভাঙা। ব্যাংকে গিয়ে দেখেন সেখানেও মূল গেট ও লকার ভাঙা। সবকিছু এলোমেলো। তিনি বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংকের ক্যাশিয়ার পুলিশের উপস্থিতিতে লেজার ও ক্যাশ মিলিয়ে দেখেন ১৬ লাখ টাকা নেই।

জানা গেছে, ব্যাংকে লুটপাট চালানোর আগে দুর্বৃত্তরা প্রতিটি সিসিটিভি ক্যামেরার উপর কাপড় দিয়ে ঢেকে দেয়।

ব্যাংকের নিরাপত্তা প্রহরী আবুল কাশেম বলেন, “আমার স্ত্রী অসুস্থ থাকার কারণে শুক্রবার সারাদিন আমি ব্যাংকে ছিলাম না। তবে দুপুর ২টার দিকে একবার এসে দেখেছি সব ঠিকঠাক আছে। বিকেলের দিকে এ ঘটনা ঘটতে পারে।”

কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপক কামরুল ইসলাম জানান, ব্যাংকের ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিলো, যা লুট হয়ে গেছে।

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়