বড়শিতে ২৩ কেজির পাঙ্গাস, সাড়ে ২৩ হাজারে বিক্রি
বরগুনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বড়শিতে ধরা পড়া ২৩ কেজির পাঙ্গাস
বরগুনার পাথরঘাটায় এক জেলের বড়শিতে সাড়ে ২৩ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার কালমেঘা বাজারের স্লুইসগেট এলাকায় রিয়াজ হোসেন নামের ওই জেলের বড়শিতে এ মাছটি ধরা পড়ে।
জেলে রিয়াজ হোসেন জানান, প্রতিদিনের মতো আজ সকালেও স্লুইসগেটে বড়শি পেতে অপেক্ষা করছিলেন তিনি। দীর্ঘক্ষণ পর হঠাৎ বড়শিতে শক্ত টান অনুভব করলে বড় কোনো মাছ আটকে পড়েছে বুঝতে পারেন। বড়শি টেনে তুলতেই দেখা যায় বিশালাকৃতির একটি পাঙ্গাস মাছ।
পরে দুপুর ১২টার দিকে মাছটি বিক্রির জন্য স্থানীয় কালমেঘা বাজারে নিয়ে গেলে মৎস্য ব্যবসায়ী মো. রাজু মিয়া কেজি প্রতি ১ হাজার টাকা দরে মোট ২৩ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন।
ব্যবসায়ী রাজু মিয়া বলেন, “পাঙ্গাসটির গুণগত মান ভালো হওয়ায় ঢাকায় দেড় হাজার টাকা কেজি দরে বিক্রি সম্ভব হবে বলে আশা করছি।”
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসীন রাইজিংবিডিকে বলেন, “সাগর ও নদীতে অবৈধ জালে মাছ শিকার পুরোপুরি বন্ধ করলে জেলেরা বড় বড় মাছ ধরতে পারবেন। যার উদাহরণ এই ২৩ কেজির পাঙ্গাস।”
ঢাকা/ইমরান/এস