ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে জামায়াতের সেক্রেটারি 

কোনো দল চায় না চায়, সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৮, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:৫২, ১৬ আগস্ট ২০২৫
কোনো দল চায় না চায়, সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে 

শনিবার সকালে নড়াইলে জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “কোনো দল পিআর পদ্ধতির নির্বাচন চায় না চায়, আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে। দেশের জনগণ পিআর পদ্ধতি গ্রহণ করবে।” 

শনিবার (১৬ আগস্ট) সকালে নড়াইল জেলা পরিষদ মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর নেতৃত্ব প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

মিয়া গোলাম পরওয়ার বলেন, “পিআর পদ্ধতি জামায়াতে ইসলামী নতুন করে চাচ্ছে না। আমাদের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুটি পদ্ধতির কথা বলে গেছেন। এর মধ্যে একটি তত্ত্বাবধায়ক সরকার, অন্যটি পিআর পদ্ধতির নির্বাচন। বিগত নির্বাচন নিরপেক্ষ করতে তত্ত্বাবধায়ক সরকার যেমন প্রতিষ্ঠিত হয়েছে, তেমনই সব দলের অংশগ্রহণে নির্বাচন করার লক্ষ্যে পিআর পদ্ধতিও প্রতিষ্ঠিত হবে।” 

তিনি আরো বলেন, “আগামী সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে হবে, ইনশাআল্লাহ। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে পৃথিবীতে যতগুলো পদ্ধতি চালু আছে, তার মধ্যে পিআর পদ্ধতি সবচেয়ে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ। ৯১টি দেশে পিআর পদ্ধতি চালু আছে।”

কর্মশালায় আরো উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ও মির্জা আশেক এলাহী, নড়াইল জেলার আমির আতাউর রহমান বাচ্চু, সেক্রেটারি ওবায়দুল্লাহ কায়সার প্রমুখ।

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়