গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার রাতুল ও সজল
গাজীপুরের শ্রীপুর ও কালীগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা রাতুল (২৩) ও তৌহিদুল ইসলাম সজল (২৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে রাতুলকে এবং কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ রাজনগর কাচারি মাঠ এলাকা থেকে সজলকে গ্রেপ্তার করা হয়। শনিবার (১৬ আগস্ট) সকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আবদুল বারিক ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
রাতুল গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া (হাজী বাড়ি) গ্রামের আনিছুর রহমান ওরফে রশীদ মাস্টারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শ্রীপুর উপজেলা কমিটির নেতা। সজল কালীগঞ্জ উপজেলার বক্তারপুর ইউনিয়নের নয়াবাজার এলাকার সানাউল্লাহ সরকারের ছেলে এবং সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার সাবেক যুগ্ম সম্পাদক।
স্থানীয়রা জানান, ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাতুল তার বাড়িতে কাঙালিভোজের আয়োজন করেন। সেখানে কর্মীদের পাশাপাশি এলাকাবাসীর জন্য খিচুড়ি রান্না হচ্ছিল। খবর পেয়ে পুলিশ তাকে বাড়ি থেকে গ্রেপ্তার করে।
শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক জানান, গত ১১ আগস্ট রাতে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা এলাকায় মশাল মিছিলের প্রস্তুতিকালে ককটেল, পেট্রোল ও নাশকতার সামগ্রীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় রাতুল আসামি। সেদিন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। গোপন সংবাদে তার অবস্থান জানার পর শুক্রবার দুপুরে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সহিংসতায় জড়িত থাকার অভিযোগ থাকায় সজল দীর্ঘ দিন ধরেই পুলিশের খোঁজে ছিলেন। গোপনে খবর পেয়ে শুক্রবার দক্ষিণ রাজনগর কাচারি মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা/রফিক/বকুল