ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জায়ামাত-এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ১৬ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১৮, ১৬ আগস্ট ২০২৫
জায়ামাত-এনসিপি চায় না নির্বাচন হোক: দুলু

নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় হিন্দুদের অনুষ্ঠানে বক্তব্য রাখছেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হোক সেটা চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘‘আগামী ফেব্রুয়ারিতে ভোটের কথা হচ্ছে, সেই ভোট কেন্দ্র করে নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ভোট আমরা চাই কিন্তু রাজনৈতিক দল জায়ামাত ও এনসিপি চায় না দেশে নির্বাচন হোক। তারা নতুন করে ষড়যন্ত্র, চক্রান্ত শুরু করেছে।’’

শনিবার (১৬ আগস্ট) নাটোরের নলডাঙ্গা উপজেলার ভূষণগাছায় হিন্দুদের চার দিনব্যাপী মহানাম যজ্ঞাঅনুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তনের উদ্বোধন অনুষ্ঠানে দুলু এ সব কথা বলেন।

আরো পড়ুন:

নেতাকর্মীদের উদ্দেশ করে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘‘নির্বাচন হলে দেশের জনগণ যাকে পছন্দ করে, তাকে ভোট দেবে। আপনাদের কাছে আমার অনুরোধ, নতুন করে ষড়যন্ত্রকারীদের আপনারা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন।’’ 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য সাখাওয়াত হোসেন, নলডাঙ্গা  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ভূষণগাছা শ্রী শ্রী সার্বজনীন কালীমাতা মন্দিরের সভাপতি বাচ্চু কুমার প্রামাণিক প্রমুখ। 

ঢাকা/আরিফুল/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়