জন্মাষ্টমীর শোভাযাত্রায় চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড, আটক ৬
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রামে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে প্ল্যাকার্ড বহন করায় ৬ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লা মোড় থেকে এ শোভযাত্রা শুরু হয়। এটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় কয়েকজনকে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম জানিয়েছেন, অনুমতি নিয়ে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা আয়োজন করা হয়। পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করেছে। শোভাযাত্রার সময় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ছয়জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিসম্বলিত প্ল্যাকার্ড জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জন্মাষ্টমী উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু বলেছেন, শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কাউকে আটক করা হয়েছে কি না, আমাদের জানা নেই। আমরা এ ব্যাপারে খোঁজ নিয়ে জানাতে পারব।
ঢাকা/রেজাউল/রফিক