ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘দেশের পাচারকৃত অর্থ দিয়ে ৪টি বাজেট করা যাবে’

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৫৮, ১৭ আগস্ট ২০২৫  
‘দেশের পাচারকৃত অর্থ দিয়ে ৪টি বাজেট করা যাবে’

কুড়িগ্রামের উলিপুরের একটি স্কুলে কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “দেশের যে পরিমাণ অর্থ পাচার করা হয়েছে, তা দিয়ে চারটি বাজেট করা যাবে। রংপুরের আবু সাঈদ জীবন দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটাতে আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন। শিক্ষার্থীদের আগামী দিনের জন্য যোগ্য হয়ে উঠতে হবে।”

শনিবার (১৬ আগস্ট) কুড়িগ্রামের উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল অ্যন্ড কলেজ মাঠে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’ আয়োজিত উপজেলার সব স্কুল ও মাদরাসার কৃতী শিক্ষার্থী এবং এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

জাহিদুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, “তুমি কোন পরিবারে, কোন বংশে জন্ম নিয়েছ তা বড় বিষয় না; তুমি কোথায় যেতে চাও, তা তোমাকেই ঠিক করতে হবে। তোমার স্বপ্ন তোমাকেই পূরণে করতে হবে। তাহলে তুমি সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।”

‘উলিপুর উন্নয়ন ফোরাম’ এর চেয়ারম্যান ও কুড়িগ্রাম-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলাম সমর্থিত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত্য রাখেন- প্রাণীবিদ্যা বিভাগের প্রফেসর ড. শাহ. হোসাইন আহমদ মেহেদী। অনুষ্ঠানে জেলা-উপজেলা জামায়াতের নেতারা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপজেলার প্রায় চার হাজার কৃতী ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট এবং বিভিন্ন উপহার প্রদান করা হয়।

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়