মাদকাসক্ত ছেলেকে হত্যা, অভিযুক্ত বাবা পলাতক
নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নাটোরের সিংড়ায় মাদকাসক্ত শরিফুল ইসলাম (৩০) নামে এক যুবককে ঘাড়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে বাবা শহিদুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক।
শনিবার (১৬ আগস্ট ) রাতে উপজেলার চামারি ইউনিয়নের মহিষমারী গ্রামে হত্যাকাণ্ডটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। এ কারণে পরিবারে কলহ চলছিল। মাদক কেনার টাকা চেয়ে প্রায়ই মা-বাবার সঙ্গে দুর্ব্যবহার করতেন শরিফুল।
শনিবার বিকেলে বাবা শহিদুল ইসলামের সঙ্গে শরিফুলের কথা কাটাকাটি শুরু হয়। যা রাত পর্যন্ত চলে। এ সময় শহিদুল ইসলাম প্রচণ্ড রেগে গিয়ে একটি বড় হাসুয়া দিয়ে ছেলের ঘাড়ে আঘাত করেন। ঘটনাস্থলেই শরিফুলের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা সেলিম খান জানান, মাদকাসক্ত ছেলে শরিফুল প্রায়ই টাকার জন্য পরিবারের লোকজনের সঙ্গে ঝামেলা করতেন। এ নিয়ে একাধিকবার সালিশও হয়েছে। কোনো কিছুতেই কিছু হয়নি।
সিংড়া থানার ওসি মমিনুজ্জামান বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত শহিদুল পলাতক। নিহত শরিফুলের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”
ঢাকা/আরিফুল/মাসুদ