ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শৈলকুপায় ভ্যান ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৩:১২, ১৭ আগস্ট ২০২৫
শৈলকুপায় ভ্যান ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহের শৈলকুপায় ভ্যান ভাড়া নিয়ে গ্রামবাসীদের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার ধাওড়া গ্রামে সংঘর্ষে জড়ান তারা।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার লাঙ্গলবাঁধ বাজারে ভ্যান ভাড়া দিতে না চাওয়ায় রবিউল ইসলামের সঙ্গে ধাওড়া গ্রামের ভ্যানচালক আরব আলীর হাতহাতি হয়। তারা দুইজন একই গ্রামের আইয়ুব মন্ডল ও স্বপন মন্ডলের সামাজিক দলের সমর্থক।

এ ঘটনায় আজ রবিবার সকাল থেকেই গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। 

সংঘর্ষ চলাকালে অন্তত ১০ জন আহত হন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠান চিকিৎসকরা।

শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন, “ভ্যান ভাড়া না দেওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনার জেরে আজ সকালে ধাওড়া গ্রামের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ১০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়