ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নিজ দলের কর্মীকে পুলিশে দিল বিএনপি

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০১, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৪৪, ১৭ আগস্ট ২০২৫
নিজ দলের কর্মীকে পুলিশে দিল বিএনপি

মাদক সংশ্লিষ্টতার অভিযোগে জীবন হোসেনকে (ডানে) রবিবার সকালে থানায় নিয়ে পুলিশে সোপর্দ করেন বিএনপি নেতারা

ঝিনাইদহের কালীগঞ্জে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকায় জীবন হোসেন নামে নিজ দলের এক কর্মীকে পুলিশে দিয়েছেন বিএনপি নেতারা।

রবিবার (১৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাকে কালীগঞ্জ থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আরো পড়ুন:

অভিযুক্ত জীবন উপজেলার ফারাশপুর গ্রামের একরাম হোসেনের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে।

বিএনপির নেতাকর্মীরা জানান, সম্প্রতি ইয়াবা কেনাবেচা নিয়ে এক ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন জীবন। সেই অডিও বিএনপির নেতাদের কাছে এলে তারা বিষয়টি যাচাই-বাছাই করেন। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ায় জীবনকে আজ কালীগঞ্জ থানায় নিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন নেতারা।

এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ আলী উপস্থিত ছিলেন। 

কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাইদুল বলেন, “জীবন হোসেন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। মাদক কেনাবেচা নিয়ে তার একটি অডিও শনিবার আমাদের কাছে আসে। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশে রবিবার জীবনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।”

তিনি বলেন, “মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। সঠিক প্রমাণ থাকলে মাদক ও চাঁদাবাজদের আমরা নিজেরাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করব।”

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “জীবন নামে একটা ছেলেকে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।”

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়