ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্ত্রীর ভালোবাসা না পেয়ে দোকানির আত্মহত্যা

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৭ আগস্ট ২০২৫  
স্ত্রীর ভালোবাসা না পেয়ে দোকানির আত্মহত্যা

লোকমান সরদার

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং ছেড়ে চলে যেতে পারে এই আশঙ্কায় চিরকুট লিখে আত্মহত্যা করেছেন লোকমান সরদার (৩২) নামে এক দর্জি দোকানি। 

শনিবার রাত দশটায় উপজেলার পাখিমারা বাজারসংলগ্ন একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় লোকমান সরদারের লাশ উদ্ধার করে পুলিশ। লোকমান পশ্চিম সোনাতলা গ্রামের জাকির সরদারের ছেলে। 

লোকমানের বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। সেখানে স্ত্রীর ভালোবাসা না পাওয়া এবং টাকা না থাকার কারণে স্ত্রী তাকে ছেড়ে যেতে পারে বলে লোকমান আত্মহত্যা করেছেন বলে উল্লেখ রয়েছে। 

কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, ‘‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। 

মৃতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

ঢাকা/ইমরান

সর্বশেষ

পাঠকপ্রিয়