হিলি বন্দর দিয়ে আবার ঢুকছে ভারতের পেঁয়াজ
দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ট্রাকে বাংলাদেশে ঢুকছে ভারতীয় পেঁয়াজ
প্রায় সাড়ে পাঁচ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি করা হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে বলে স্থানীয় আমদানিকারকেরা জানিয়েছেন।
হিলি স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের উপ-সহকারী ইউসুফ আলী বলেন, ‘‘সর্বশেষ গত ২ মার্চ হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছিল। এরপর দেশি পেঁয়াজের দাম কম ও ভারতীয় পেঁয়াজের চাহিদা কমে যাওয়ায় আমদানিকারকেরা ভারত থেকে আর পেঁয়াজ আমদানি করেননি।’’
‘‘তবে, সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় আমদানিকারকেরা পেঁয়াজ আমদানির জন্য কৃষি মন্ত্রণালয়ে আবেদন করেন। পরে পাঁচ আমদানিকারককে ১৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়। রবিবার তিনটি ট্রাকে ৯০ মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।’’- যোগ করেন তিনি।
আমদানির অনুমতি পাওয়া নওগাঁর জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশেদ বলেন, ‘‘দেশের বাজারে দাম বেড়ে যাওয়ায় সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে। আমরা ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। রবিবার বিকেলে আমাদের পেঁয়াজ বাংলাদেশে ঢুকেছে।’’
এদিকে, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে চিন্তার ভাঁজ পড়েছে দেশি সবজি ব্যবসায়ীদের। এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় বিরামপুরের কাটলাবাজারের সবজি ব্যবসায়ী মেহেদী হাসানের।
তিনি বলেন, ‘‘আজ বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০ টাকা দরে বিক্রি হয়েছে। শুনেছি, ভারত থেকে পেঁয়াজ আমদানি হচ্ছে। ভারতীয় পেঁয়াজ বাজারে আসলে দাম কমতে শুরু করবে। তখন আগের দামে কেনা পেঁয়াজ লোকসানে বিক্রি করতে হবে।’’
ঢাকা/মোসলেম/রাজীব