ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই গণঅভ্যুত্থানের আসামি ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪২, ১৭ আগস্ট ২০২৫
জুলাই গণঅভ্যুত্থানের আসামি ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা পাওয়ায় তীব্র প্রতিক্রিয়া

জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় এজাহারভুক্ত আসামি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ফরিদপুর জেলা সভাপতি শেখ ফয়েজ আহমেদ এবং সাংবাদিক ইমরান হোসাইনের ‘সাহসী সাংবাদিক’ সম্মাননা বাগিয়ে নেওয়ার ঘটনায় ফরিদপুরে সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। 

প্রতিবাদে রবিবার সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে জেলা ও উপজেলার সাংবাদিকরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেওয়া হয়। 

ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী বলেন, “শেখ ফয়েজ আন্দোলনবিরোধী অবস্থান নিয়েছিলেন এবং হামলার মামলায় আসামি। ইমরান হোসাইন ভুয়া তথ্য ব্যবহার করে সম্মাননা পেয়েছেন। এটি সাংবাদিকতার মর্যাদায় আঘাত।”  

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল বলেন, “এই সম্মাননা সাংবাদিক সমাজের জন্য লজ্জাজনক এবং পেশার সততার প্রতি হুমকি।” 

উল্লেখ্য গত বছর ১০ অক্টোবর ফরিদপুর কোতোয়ালি থানায় শেখ মুজাহিদুল ইসলামের দায়ের করা মামলায় শেখ ফয়েজ ৯৭ নম্বর আসামি। এটি জুলাই আন্দোলনে হামলার ঘটনায় ফরিদপুরে একমাত্র মামলা।  

অন্যদিকে ইমরান হোসাইনের ‘জিটিভি’র স্টাফ রিপোর্টারের পরিচয় ভুয়া বলে সাংবাদিক নেতারা জানিয়েছেন। 

এ প্রসঙ্গে ফরিদপুরের ‘জিটিভি’ প্রতিনিধি শেখ মনির হোসেন বলেন, “জিটিভিতে ইমরান হোসাইন নামে কোনো স্টাফ রিপোর্টার নেই। তার মিথ্যা পরিচয়ে সম্মাননা নেওয়া অগ্রহণযোগ্য। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি।”  

সাংবাদিকরা এ ঘটনাকে পেশার প্রতি বিশ্বাসঘাতকতা আখ্যায়িত করে সম্মাননা প্রত্যাহার, সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান। তারা এই সম্মাননাকে পেশার মান-মর্যাদা ও সততার প্রতি হুমকি হিসেবে দেখছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। 
 

ঢাকা/তামিম

সর্বশেষ

পাঠকপ্রিয়