ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে বন্দর থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান, শাকিল গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৬, ১৭ আগস্ট ২০২৫   আপডেট: ২১:৪৬, ১৭ আগস্ট ২০২৫
চট্টগ্রামে বন্দর থানা পুলিশের শ্বাসরুদ্ধকর অভিযান, শাকিল গ্রেপ্তার

চট্টগ্রাম বন্দর থানার ঈশান মিস্ত্রিরহাট এলাকায় পুলিশের ওপর হামলার প্রধান আসামি অস্ত্রধারী সন্ত্রাসী মো. শাকিল (২৭) ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম বন্দর থানা। 

রবিবার ভোরে বন্দর থানার ওসি আফতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একাধিক দল পতেঙ্গার আউটার রিং রোড এলাকায় অভিযান চালিয়ে কন্টেইনারবাহী গাড়ির হেলপারের সিট থেকে শাকিলকে গ্রেপ্তার করা হয়। 

আফতাব উদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন। 

পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাত সাড়ে ১১টার দিকে সন্ত্রাসী শাকিলের নেতৃত্বে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগের নামে একটি মিছিল বের হয়। খবর পেয়ে রাত ১১টা ৫০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে শাকিল ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় ধারালো কিরিচ দিয়ে শাকিল বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে মাথা, গলা, হাত ও পেটে গুরুতর জখম করে। পরে এ ঘটনায় দুইটি মামলা দায়ের হয়।

তদন্তকালে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, শাকিল কন্টেইনারবাহী গাড়িতে চট্টগ্রাম থেকে ঢাকায় পালানোর চেষ্টা করছে। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শাকিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। পরে তার স্বীকারোক্তিতে বন্দর থানার ঈশান মিস্ত্রিরহাট এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে তার সহযোগী মো. আরিফ হোসেনকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ সময় আরিফের কাছ থেকে একটি কিরিচ এবং শাকিলের দেখানো স্থানে লুকানো অবস্থায় দেশীয় তৈরি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শাকিলের বিরুদ্ধে ডিএমপি ও সিএমপি’র বিভিন্ন থানায় অস্ত্র, হত্যা চেষ্টা, মারামারি, চুরি ও সন্ত্রাসবিরোধী আইনে নয়টি মামলা রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৩৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

ঢাকা/রেজাউল

সর্বশেষ

পাঠকপ্রিয়