ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১১:৪৩, ১৮ আগস্ট ২০২৫
নরসিংদীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর পাঁচদোনা মোড়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় অন্তত পাঁচজন আহত হয়েছেন। স্থানীয়রা জানান, সংঘর্ষ চলাকালে কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনতে পেয়েছেন তারা।

রবিবার (১৭ আগস্ট) রাত ৯টার দিকে শুরু হওয়া সংঘর্ষ চলে রাত ১১টা পর্যন্ত। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আরো পড়ুন:

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ও বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের ৫ আগস্ট থেকে শুরু হওয়া এই দ্বন্দ্বের মূল কারণ ছিল ফুটপাত থেকে চাঁদাবাজি, সিএনজি স্টেশন নিয়ন্ত্রণ এবং স্থানীয় আধিপত্য বিস্তার।

গতকাল রাতে মোসাদ্দেক হোসেনের এক কর্মীর ওপর হামলা চালায় লালু মিয়ার অনুসারীরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। 

নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়