ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় আরসি ফুড এবং ডিসি ফুডকে বদলি

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ১৮ আগস্ট ২০২৫  
খুলনায় আরসি ফুড এবং ডিসি ফুডকে বদলি

জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দীন এবং খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক

খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) ইকবাল বাহার চোধুরী এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক (ডিসি ফুড) কাজী সাইফুদ্দীনকে বদলি করা হয়েছে।

ইকবাল বাহার চৌধুরীকে খাদ্য অধিদপ্তর, ঢাকার অতিরিক্ত পরিচালক (চলতি দায়িত্ব) এবং কাজী সাইফুদ্দীনকে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। 

আরো পড়ুন:

রবিবার (১৭ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের (সংস্থা প্রশাসন-১) শাখার উপ-সচিব জয়নাল মোল্লা স্বাক্ষরিত পত্রে এতথ্য জানা গেছে।

একই আদেশে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম কায়সার আলীকে খুলনার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এবং বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. তানভীর হোসেনকে খুলনা জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে পদায়ন করা হয়েছে।

বদলির আদেশের বিষয়টি নিশ্চিত করে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক ইকবাল বাহার চৌধুরী বলেন, ‍“অফিসিয়াল সিস্টেম অনুযায়ী তাকে বদলি করা হয়েছে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়