ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৩ দাবিতে দিনাজপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৯, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৫:২২, ১৮ আগস্ট ২০২৫
৩ দাবিতে দিনাজপুরে অটোরিকশা চালকদের বিক্ষোভ 

চাঁদাবাজি বন্ধসহ তিন দাবিতে দিনাজপুরের ১০ মাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যাটারিচালিত যানবাহনের চালকরা।

সোমবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ‘ব্যাটারিচালিত যানবাহন থ্রি-হুইলার ও সমজাতীয় মোটরযান চালক সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করেন তারা। এ কারণে ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, সৈয়দপুর ও নীলফামারীর সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন আটকে পড়া যানবাহনের চালক ও যাত্রীরা।

আরো পড়ুন:

দাবি পূরণে পুলিশ আশ্বাস দিলে দুপুর দেড়টার দিকে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যান। ফলে যান চলাচল স্বাভাবিক হয়।

১০ মাইলে সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি বাদশা বলেন, “দিনাজপুর শহরে যাত্রী নিয়ে গেলে বাস মালিক সমিতির লোকজন আমাদের চালকদের ওপর হামলা চালান, তারা চাঁদা দাবি করেন। কলেজ মোড় এলাকায় অনেক সময় গাড়ি আটকে চাবি কেড়ে নেওয়া হয়। শুধু তাই নয়, আমাদের চালকদের শারীরিক নির্যাতনও করা হয়। এ কারণে আজ আমরা আন্দোলন করছি।”

সংগঠনের সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, “বাস মালিক সমিতির প্ররোচণায় অনেক সময় ট্রাফিক পুলিশও আমাদের কাছ থেকে চাঁদা দাবি করে। এই অবস্থায় আমাদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। এভাবে চলতে থাকলে আমরা পরিবার চালাব কিভাবে?”

অবরোধে অংশ নেওয়া ইজিবাইক চালক আব্দুল মালেক বলেন, “আমরা গরিব মানুষ। দিনমজুরির মতো সিএনজি চালিয়ে খাই। তারপরও প্রতিদিন চাঁদা দিতে হয়। না দিলে গাড়ি নিয়ে যায়, মারধর করে। এর প্রতিকার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

অপর চালক সোহেল রানা বলেন, “আমাদের গাড়ি নিয়ে শহরে ঢুকলেই হয়রানি শুরু হয়। বৈধভাবে চালাচ্ছি, তবুও বারবার নির্যাতনের শিকার হতে হয়। এই অন্যায় আর সহ্য করব না।”

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নুরুজ্জামান বলেন, “আন্দোলনকারীদের সঙ্গে কিছু বিষয়ে আলোচনা হয়েছে। তাদের দাবির বিষয়টি জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসনের উদ্যোগে দ্রুত সমাধান করা হবে। পাশাপাশি বাস মালিক সমিতির শ্রমিকরা যেন কোনোভাবেই থ্রি হুইলার চালকদের নির্যাতন না করেন সে ব্যবস্থা নেওয়া হবে। এসব বিষয়ে আশ্বাস এবং প্রশাসনের হস্তক্ষেপের কারণে আন্দোলনকারীরা দুই ঘণ্টা পর সড়ক অবরোধ তুলে নেন।”

ঢাকা/মোসলেম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়