ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদীতে রিজভী হত্যা: অস্ত্রসহ ৩ আসামি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩০, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:৩১, ১৮ আগস্ট ২০২৫
নরসিংদীতে রিজভী হত্যা: অস্ত্রসহ ৩ আসামি গ্রেপ্তার

রিজভী হত্যা মামলার প্রধান আসামি তৈয়বুর রহমানকে পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ

নরসিংদী পৌর শহরের ইন্টারনেট ব্যবসায়ী রিজভী হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) সকালে রায়পুরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। গ্রেপ্তাররা হলেন,  তৈয়বুর রহমান (২৫), সেলিম মিয়া (২৪) ও শিপন মিয়া (২০)। তাদের সবার বাড়ি রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায়। 

আরো পড়ুন:

এ বিষয়ে পুলিশ সুপার আব্দুল হান্নান রাইজিংবিডি-কে বলেন, “রিজভী হত্যা পরিকল্পিত। হত্যার পরপরই আমরা বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করি। প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।’’

পুলিশ সুপার জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন আসামির অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয়। অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ মামলার প্রধান আসামি তৈয়বুর রহমানের কাছ থেকে একটি দেশি পিস্তল উদ্ধার জব্দ করা হয়েছে। 

আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

নিহত রিজভী (৩৬) পৌর শহরের বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। তিনি রায়পুরার হাসনাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে ইন্টারনেট ও ডিস সংযোগের ব্যবসা করতেন। চলতি বছরের শুরুতে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ হত্যাকাণ্ড এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

ঢাকা/হৃদয়/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়