ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফেনীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৭, ১৮ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:২৩, ১৮ আগস্ট ২০২৫
ফেনীতে প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে অপসারণ করার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন

ফেনীর মহিপালে আলহাজ্ব কোব্বাদ আহমেদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম জহির উদ্দিন কচির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তাকে অপসারণের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (১৮ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পরে প্রশাসনের আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে বিদ্যালয়ের মাঠে অবস্থান নেয়। খবর পেয়ে জেলা প্রশাসনের কর্মকর্তারা বিদ্যালয়ে আসেন। 

আরো পড়ুন:

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) ফাতিমা আক্তার শিক্ষার্থীদের বক্তব্য শোনেন। পরে তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করেন, লিখিত অভিযোগ পেলে সাত দিনের মধ্যে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত চলাকালে প্রধান শিক্ষককে ছুটিতে পাঠিয়ে বিকল্প একজন শিক্ষককে দায়িত্ব দেয়া হবে বলেও জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা কান্তা, বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বছরের মাঝামঝি সময়ে হঠাৎ করে রুটিন পরিবর্তন করায় তাদের শিক্ষা ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট বিষয়ের শিক্ষক দিয়ে শ্রেণি কার্যক্রম না করিয়ে প্রধান শিক্ষকের পছন্দমত শিক্ষক দিয়ে পরিচালনা করছেন। ২০২৫ সালের টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ থেকে ১৫ হাজার টাকা করে নিয়ে মূল পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিয়েছেন প্রধান শিক্ষক।

শিক্ষার্থীদের দাবি, যোগ্য প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দিতে হবে।  তারা যেন স্থানীয় বাসিন্দা না হন। স্কুলের পাশে হাইওয়ে থানার পরিত্যক্ত ভবনে উচ্ছৃঙ্খল তরুণরা অবস্থান নিয়ে ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং মাদকসেবনের আড্ডা বসান। এ বিষয়ে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ নেয়ার দাবি জানান তারা। 

অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক এ কে এম জহির উদ্দিন কচি বলেন, ‘‘এনটিআরসিএ থেকে বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা আগের ইংরেজি শিক্ষককে রাখতে চাইছে বলে তারা আন্দোলন শুরু করেছে।’’ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন করে দাবি করেন তিনি। 

ঢাকা/সাহাব/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়