ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিঙ্গাইরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, ৪ গরু লুট

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১৮ আগস্ট ২০২৫  
সিঙ্গাইরে ডাকাতের হামলায় গৃহকর্তা নিহত, ৪ গরু লুট

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ডাকাতদের অস্ত্রের আঘাতে মহর উদ্দিন (৭৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ডাকাতরা তার বাড়ি থেকে চারটি গরু লুট করে নিয়ে গেছে। 

রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে সিঙ্গার উপজেলার তালেবপুর ইউনিয়নের তালেবপুর গ্রামে এ ডাকাতি হয়।

আরো পড়ুন:

সিঙ্গাইর থানা পুলিশ এবং স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে ট্রাকে করে ১০ থেকে ১২ জন ডাকাত তালেবপুর গ্রামে মহর উদ্দিনের বাড়ি হানা দেয়। তারা গোয়ালঘর থেকে গরু লুট করার সময় বাড়ির মালিক মহর উদ্দিন বাধা দেন। এ সময় ডাকাত সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মহর উদ্দিনকে জখম করে। এরপর ট্রাকযোগে চারটি গরু লুট করে নিয়ে যায় ডাকাতরা। 

গুরুতর আহত অবস্থায় মহর উদ্দিনকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৮ আগস্ট) সকাল ১০টার দিকে মহর উদ্দিনের মৃত্যু হয়। স্বজনরা তার লাশ বাড়িতে নিয়েছেন।

জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সিঙ্গাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেছেন, বাড়ি থেকে গরু লুট করার সময় বাড়ির মালিক বাধা দেন। ডাকাতদের হামলায় মহর উদ্দিন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশের ময়নাতদন্ত করা হবে। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ করা হলে মামলা নেওয়া হবে।

ঢাকা/চন্দন/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়