খুলনায় লাজফার্মাকে ৫ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
খুলনা নগরীর রয়েল মোড়ের লাজফার্মা লিমিডেট মডেল ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা করা
খুলনায় ভেজাল ওষুধ প্রদর্শন ও বিক্রি করায় নগরীর রয়েল মোড়ের লাজফার্মা লিমিডেট মডেল ফার্মেসিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে জরিমানা করে।
খুলনার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মাদ সেলিম জরিমানা করার তথ্য জানান।
বিভাগীয় উপপরিচালক মোহাম্মাদ সেলিম বলেন, ‘‘ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সময় দেখা যায়, দীর্ঘদিন ধরে লাজফার্মা ফিলিপাইনে তৈরি বলে চুলকানি নিরাময়ের ওষুধ প্রদর্শন ও বিক্রি করে আসছে। ওষুধটি আদৌ ফিলিপাইনে তৈরি নয়। ভেজাল ওষুধটি ঝিনাইদহের এডোরাবেলা হেলথ কেয়ার নামে প্রতিষ্ঠানের তৈরি।’’
তিনি জানান, লাজফার্মাকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং সংশোধন হতে নির্দেশ দেয়া হয়েছে।
ঢাকা/নুরুজ্জামান/বকুল