ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মৌলভীবাজারে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৮ আগস্ট ২০২৫  
মৌলভীবাজারে রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার ১

মৌলভীবাজার শহরের শমশেরনগর রোডের হার্ডওয়্যার ব্যবসায়ী শাহ ফয়জুর রহমান রুবেল হত্যা মামলায় জুয়েল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করছে পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ের হল রুমে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন। এর আগে, গতকাল তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

জুয়েল মিয়া জেলার শ্রীমঙ্গল উপজেলার লইয়ারকুল এলাকার দিনমজুর সুহেল মিয়ার ছেলে।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জুয়েল মিয়া হত্যার কথা স্বীকার করেছেন। মূলত ছিনতাই করতে গিয়ে রুবেলকে হত্যা করেছেন তিনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, ‘‘গত ৭ আগস্ট নিজের হার্ডওয়্যারের দোকানে একা বসে ছিলেন রুবেল। এ সময় জুয়েল মিয়া ক্রেতা সেজে দোকানের ভেতের ঢুকে রুবেলকে ছুরিকাঘাত করে। পরে ক্যাশ থেকে ১১০০ টাকা নিয়ে পালিয়ে যান।’’

তিনি আরো বলেন, ‘‘আহত ব্যবসায়ী রুবেল চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই মারা যান। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মৌলভীবাজার মডেল থানায় মামলা হয়। পুলিশ তদন্তে নেমে একটি অটোরিকশাচালককে শনাক্ত করে। পরে তার থেকে তথ্য নিয়ে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।’’

ঢাকা/আজিজ/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়