ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পিএস গ্রেপ্তার

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ১৮ আগস্ট ২০২৫  
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পিএস গ্রেপ্তার

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে।

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএস) লাভলু মিয়াকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। 

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান সোমবার (১৮ আগস্ট) বিকেলে গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। রবিবার (১৭ আগস্ট) দিবাগত রাতে রংপুরের কাউনিয়া উপজেলার মদামুদন গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লাভলু মিয়া ওই গ্রামের তইবুল খাঁর ছেলে।

আরো পড়ুন:

রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের দল মদামুদন গ্রামে অভিযান চালায়। এ সময় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী লাভলু মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

টিপু মনুশি আওয়ামী লীগ সরকারের আমলে বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। 

কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, সনাতন জাগরণ মঞ্চের কেন্দ্রীয় মুখপাত্র ও ইসকন নেতা চিন্ময় দাসের মুক্তির দাবিতে রংপুরে মিছিলে সংঘর্ষ হয়। এ ঘটনায় মামলা করা হয়। এ মামলার লাভলু এজাহারভুক্ত আসামি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।  

ঢাকা/আমিরুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়