ফেনীতে অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন, বাবাকে জরিমানা
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজার এলাকায় বিয়ের আয়োজন করা হয়
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ১৫ বছর বয়সী মেয়ের বিয়ের আয়োজন করায় কনের বাবাকে প্রায় ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার মহামায়া ইউনিয়নের চাঁদগাজী বটতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, ‘‘মেয়েটির প্রকৃত বয়স ১৫ বছর। মেয়ের বিয়ের আয়োজন করায় বাবাকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি মেয়েকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দেবেন না মর্মে বাবার কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে।’’
এলাকাবাসী জানান, ছাগলনাইয়া পৌরসভার দক্ষিণ যশপুর গ্রামের এক যুবকের সঙ্গে ওই কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে কনে পালিয়ে যায়। তবে বর তখনো বিয়ে বাড়িতে পৌঁছায়নি।
ঢাকা/সাহাব/বকুল