মানিকগঞ্জে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মজিবর রহমান
মানিকগঞ্জের শিবালয় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য মজিবর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৮ আগস্ট) রাতে ঢাকার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি নাশকতা মামলার আসামি।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। এর আগে তাকে আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।
মজিবর রহমান শিবালয় উপজেলার তেঘড়ি গ্রামের মৃত শেখ অহেদ আলীর ছেলে। গত ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীদের মতো তিনিও গা ডাকা দিয়েছিলেন।
শিবালয় থানার এসআই সুমন চক্রবর্তী জানান, গত ৫ আগস্ট শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলা ও নাশকতার ঘটনায় শিবালয় থানায় মামলা দায়ের করা হয়। এ মামলায় তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসামি হিসেবে মজিবরকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলায় এজাহার নামীয় ও তদন্তে প্রাপ্ত জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ঢাকা/চন্দন/বকুল