ঈদগাঁওয়ে সরকারি বই বিক্রি, গ্রেপ্তার ৪
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের ঈদগাঁওয়ে সরকার থেকে বিনামূল্যে দেওয়া পাঠ্যবই বিক্রির সময় ধরা পড়েছেন নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট ও পরিচালনা কমিটির সভাপতি। এলাকাবাসীর সহায়তায় পুলিশ ওই দুজনসহ মোট চারজনকে গ্রেপ্তার করেছে।
নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট রুকম উদ্দীন রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায় প্রায় ১ হাজার ২০০ কেজি নতুন বই মহেশখালীর এক ভাঙারি ব্যবসায়ীর কাছে বিক্রি করতে গেলে স্থানীয়রা তাদের ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে। পরদিন সোমবার (১৮ আগস্ট) উপজেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলায় পুলিশ তাদেরকে গ্রেপ্তার দেখায়। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিষয়টি জানাজানি হয়।
গ্রেপ্তার চার ব্যক্তি হলেন—মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুকম উদ্দীন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা মোহাম্মদ ইমরান এবং গাড়িচালক আজমত আলী।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মছিউর রহমান বলেছেন, “সরকারি বই বিক্রির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।”
ঈদগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা জানিয়েছেন, সরকারি পাঠ্যবই ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। জেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলায় অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঢাকা/তারেকুর/রফিক