ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুদকের অভিযান: হাসপাতালে রাতের খাবার পান না রোগীরা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০০, ১৯ আগস্ট ২০২৫  
দুদকের অভিযান: হাসপাতালে রাতের খাবার পান না রোগীরা

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের একটি অভিযান চালায়

শরীয়তপুর জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একাধিক অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে চলাকালে রোগীদের রাতের খাবার না দেয়া ও হাসপাতালের উন্নয়নমূলক কাজের বরাদ্দ অনুযায়ী কাজ না হওয়ার প্রমাণ মেলার কথা জানিয়েছে দুদক।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে দুদকের মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান বুলবুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

আরো পড়ুন:

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয় ধরে উন্নয়নমূলক কাজের বরাদ্দ দেয় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সম্প্রতি সেই কাজে বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। পাশাপাশি রোগীদের অভিযোগ ছিল, বরাদ্দ থাকা রাতের খাবার তাদের দেয়া হচ্ছে না। সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১৯ আগস্ট) সেখানে অভিযান পরিচালনা করা হয়। 

সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, অভিযান চলাকালে বরাদ্দ হওয়া উন্নয়নমূলক কাজের সন্তোষজনক অগ্রগতি হয়নি বলে সত্যতা পায় দুদক। রোগীরা রাতের খাবার না পাওয়ার অভিযোগের সত্যতা মেলে। 

তিনি আরো জানান, বাথরুমসহ বিভিন্ন ফ্লোর অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকায় এ ব্যাপারে দুদকের পক্ষ থেকে দায়িত্বরত আবাসিক চিকিৎসা কর্মকর্তাকে যথাযথ ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেয়া হয়। 

অভিযানে বিভিন্ন অনিয়মের তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদকের দল। এ ঘটনায় দুদকের পক্ষ থেকে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।  
 

ঢাকা/আকাশ/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়