কুয়াকাটায় এক কোরাল মাছ বিক্রি হলো ৩৬ হাজার টাকায়
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সুন্দরবন এলাকা থেকে কোরাল মাছটি কিনে কুয়াকাটা মাছবাজারে নিয়ে আসেন বশির গাজী
পটুয়াখালীর কুয়াকাটায় একটি বিশালাকার কোরাল মাছ প্রায় ৩৬ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে বশির গাজী নামের এক মৎস্য ব্যবসায়ী সুন্দরবন এলাকা থেকে ২৩ কেজি ৬৫০ গ্রাম ওজনের কোরাল মাছটি কিনে কুয়াকাটা মাছবাজারে নিয়ে আসেন। তার কাছ থেকে ১ হাজার ৫২০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৯৩৮ টাকায় মাছটি কিনেন ঢাকা থেকে আসা এক পর্যটক। মাছটি বাজারে নিয়ে আসার পর এটি দেখতে ভিড় জমান স্থানীয় ব্যবসায়ীসহ উৎসুক জনতা।
এর আগে গত ১৫ আগস্ট কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের লেম্বুরবন এলাকায় আল-আমিন মাঝি সাগরে ইলিশ ধরতে গেলে সমুদ্রে ভাসমান অবস্থায় ২৩ কেজি ওজনের একটি কোরাল মাছ পান। মাছটি এ বাজারেই ৩৪ হাজার টাকায় বিক্রি হয়েছে।
মৎস্য আড়ত গাজী ফিশের স্বত্বাধিকারী বশির গাজী বলেছেন, এমন বড় আকারের মাছের চাহিদা অনেক বেশি। তাই, আমরা উপকূলীয় এলাকার জেলে এবং বড় মৎস্য অবতরণ কেন্দ্র থেকে মাছগুলো সংগ্রহ করি। আজ সুন্দরবন থেকে এই মাছটি আমি সংগ্রহ করেছি।
কলাপাড়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেছেন, এটি উপকূলের জেলেদের জন্য সুখবর। এমন বড় আকারের কোরাল মাছ এর আগেও কয়েকটি ধরা পড়েছে। এটি মাছ ধরায় সাময়িক নিষেধাজ্ঞার সুফল। সামুদ্রিক মাছ ধরায় সাময়িক নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করলে উপকূলের জেলেরা বেশ ভালো পরিমাণ মাছ পাবেন বলে আশা করা যায়।
ঢাকা/ইমরান/রফিক