ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মার্কিন নাগরিকের শ্লীলতাহানি: যুবকের ৭ বছরের কারাদণ্ড, জরিমানা

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ১৯:১৫, ১৯ আগস্ট ২০২৫
মার্কিন নাগরিকের শ্লীলতাহানি: যুবকের ৭ বছরের কারাদণ্ড, জরিমানা

গ্রেপ্তার তারিকুল ইসলাম

কক্সবাজারে এক মার্কিন নাগরিকের শ্লীলতাহানির মামলায় তারিকুল ইসলাম ওরফে ছুইল্ল্যা তারেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে তাকে।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম জিল্লুর রহমান এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত তারেক কক্সবাজার পৌরসভার মোহাজের পাড়ার বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। মামলার বাদী এলিজাবেথ হেলটন কিম্মেল স্বামীর চাকরির সূত্রে কক্সবাজার শহরের জলিলের মোড় এলাকায় বাস করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাওহীদুল আনোয়ার জানিয়েছেন, গত ১০ মার্চ সকালে ভুক্তভোগী মার্কিন নারী প্রাতঃভ্রমণে বের হলে সার্কিট হাউস এলাকায় আসামি তারেক তাকে জাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করে। পরদিন কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। দুই দিন পর পুলিশ অভিযোগপত্র জমা দেয়। 

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়