ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙ্গাশ, ৩৩ হাজারে বিক্রি

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৩, ১৯ আগস্ট ২০২৫   আপডেট: ২০:৪৬, ১৯ আগস্ট ২০২৫
পদ্মায় জেলের জালে ২২ কেজির পাঙ্গাশ, ৩৩ হাজারে বিক্রি

পদ্মায় ধরা পড়া ২২ কেজির পাঙ্গাশ মাছ

মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে জেলে মোহাম্মদ আলী ও তার সঙ্গীদের ফেলা জালে ২২ কেজি ওজনের পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাল্লা এলাকায় মাছটি ধরা পড়ে। 

মাছটি বিক্রি করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় নেয়া হয়। মাছটি দেখতে উৎসুক মানুষ ভিড় জমায়। 

আরো পড়ুন:

মাছটি দেড় হাজার টাকা কেজি দরে ৩৩ হাজার টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী শাজাহান শেখ। পরে অনলাইনে যোগাযোগ করে বগুড়ার সোনাতলা উপজেলা এলাকার দুবাইপ্রবাসী এক ব্যক্তির কাছে ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ৩৫ হাজার ২০০ টাকায় মাছটি বিক্রি করেন। 

মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘‘পদ্মা নদীর এমন বড় পাঙ্গাশ মাছ সহসা পাওয়া যায় না।’’ মাছটি তিনি ২ হাজার ২০০ টাকা লাভে বিক্রি করেছেন। 

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়