ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১০:২৬, ২০ আগস্ট ২০২৫
সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে বুধবার সাকলে বৃষ্টি হয়

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। তবে, এর প্রভাবে এখনো উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো বা দমকা হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে পটুয়াখালীর পায়রাসহ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

পাশাপাশি সব মাছধরা ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আরো পড়ুন:

বুধবার (২০ আগস্ট) পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “নিম্নচাপটি ক্রমান্বয়ে দুর্বল হচ্ছে। আগামী ৭২ ঘন্টা বৃষ্টি অব্যাহত থাকতে পারে এবং ভারী বৃষ্টিপাত হতে পারে।”

এদিকে, নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গতকাল  সকাল ৯টা থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় জেলার কলাপাড়ায় ৬৫.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। 

বৃষ্টিতে জনজীবনে চরম ভোগান্তি নেমে এসেছে। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন নিম্নআয়ের শ্রমজীবিরা। পানিতে তলিয়ে গেছে আমনের বীজতলা। ফলে দুশ্চিন্তায় পড়েছেন মোসুমী সবজি চাষিরা। 
 

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়