ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাকুরিচ্যুত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ১৫ 

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২০ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৫৫, ২০ আগস্ট ২০২৫
চাকুরিচ্যুত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জ, আটক ১৫ 

আটক ছাত্র প্রতিনিধি জিনিয়া শারমিন রিয়া

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিচ্যুত শিক্ষকদের কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে আটজন শিক্ষক আহত হয়েছেন। সেখান থেকে ছাত্র প্রতিনিধিসহ ১৫ জনকে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তামোড় এলাকায় ঘটনাটি ঘটে। আহত ও আটক শিক্ষকদের পরিচয় জানা যায়নি। 

আরো পড়ুন:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, আটককৃতদের মধ্যে কক্সবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া জিনিয়া শারমিন রিয়া রয়েছেন।

চাকরিচ্যুত শিক্ষক মোর্শেদ আলম জানান, ‍আজ সকালে প্রায় ৪০-৫০ জন শিক্ষক শান্তিপূর্ণভাবে উখিয়া ফলিয়াপাড়া মোড়ে বিক্ষোভে অংশ নেন। তারা সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন। কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি হয়নি। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললেও শিক্ষকরা কর্মসূচি চালিয়ে যান।

তিনি অভিযোগ করেন, বিনা উসকানিতে পুলিশ লাঠিচার্জ করে। এতে ৭-৮ জন শিক্ষক আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ১০-১৫ জনকে আটক করে। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলার সদস্য সচিব সাগর উল ইসলাম বলেন, “আমি বর্তমানে উখিয়া থানায় অবস্থান করছি। জিনিয়াসহ আটক সবার সঙ্গে কথা বলেছি। তাদের দীর্ঘ সময় ধরে আটক রাখা হয়েছে। আমরা এখন থানার ভেতরে অবস্থান করছি।”

এ বিষয়ে জানতে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইনকে মোবাইলে কল করা হয়। তিনি ফোন রিসিভ করেননি। 

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, “বিষয়টি খোঁজ নিতে উখিয়ার পথে আছি। পরে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়