ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের বিষপানে মৃত্যু

সাভার (ঢাকা) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১২, ২০ আগস্ট ২০২৫  
সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর যুবকের বিষপানে মৃত্যু

ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। বুধবার (২০ আগস্ট) সকালে উপজেলার কালামপুর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, “নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্তান নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

আরো পড়ুন:

নিহত পিংকি আক্তার (২৫) স্থানীয় আনছার আলীর মেয়ে। তার সাবেক স্বামী বদর উদ্দিন (২৮) ধামরাই উপজেলার বাথুলি এলাকার ইনসান আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে পিংকি ও বদর উদ্দিনের বিয়ে হয়। তাদের একটি সন্তান রয়েছে। পারিবারিক কলহের কারণে গত এপ্রিল মাসে পিংকি ও বদর উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়।

এরপর থেকে দুইজনের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। আজ সকালে সন্তানকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান বদর উদ্দিন। এসময় কথা কাটাকাটির একপর্যায়ে বদর উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে পিংকি আক্তারকে কুপিয়ে হত্যা করেন। পরে বদর উদ্দিন নিজেও বিষপান করেন।

স্থানীয়রা তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বদর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা/সাব্বির/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়