তালাক দেওয়ায় নারীকে হত্যা, সাবেক স্বামী কারাগারে
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাগেরহাটের মোংলায় তালাক দেওয়ার জের ধরে রঞ্জিলা বেগম (৩৯) নামের এক নারীকে কুপিয়ে হত্যা করেছেন তার সাবেক স্বামী গোলাম মওলা দুলাল (৪৫)।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মোংলায় বাবার বাড়িতে হামলার শিকার হন ওই নারী। বুধবার (২০ আগস্ট) সকালে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের পূর্ব চিলা গ্রামের মৃত জাফর শেখের ছেলে গোলাম মওলা দুলালের সঙ্গে গাববুনিয়া গ্রামের ইদ্রিস আলী শেখের মেয়ে রঞ্জিলা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে কলহ চলছিল। গত ২২ জুলাই স্বামীকে তালাক দেন রঞ্জিলা।
তালাকের বিষয়টি মেনে নিতে না পেরে মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে গোলাম মওলা দুলাল রঞ্জিলার বাবার বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালান। রঞ্জিলার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন দুলাল। গুরুতর আহত অবস্থায় রঞ্জিলা মাটিতে লুটিয়ে পড়লে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকায় নেওয়া হয়। সেখানে বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিলার মৃত্যু হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেছেন, “স্ত্রী তালাক দেওয়ায় ক্ষুব্ধ হয়ে দুলাল রঞ্জিলাকে হত্যা করেছে। ঘাতককে স্থানীয়দের সহযোগিতায় আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
ঢাকা/শহিদুল/রফিক