ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নেত্রকোণায় দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

নেত্রকোণা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৫, ২০ আগস্ট ২০২৫  
নেত্রকোণায় দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

ফাইল ফটো

নেত্রকোণার পূর্বধলায় দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট) ভোরে উপজেলার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার আগিয়া ইউনিয়নের হাটধলা গ্রামের জয়চরণ বিশ্বাস (৭৩) ও নারান্দিয়া ইউনিয়নের জাওয়ানি গ্রামের বোরহান উদ্দিন ওরফে বিল্লাল (১৮)।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে যান জয়চরণ। বুধবার ভোরে প্রতিবেশীর ঘরের বারান্দা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

অপরদিকে, বুধবার ভোরে জাওয়ানি গ্রামের একটি গাছে বোরহান উদ্দিনের ঝুলন্ত লাশ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, ‘‘দুই জনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/ইবাদ/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়