মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টি, জনজীবনে স্থবিরতা
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে বৃষ্টিপাতের কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টার বৃষ্টিপাতে জেলার কলাপাড়ার নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এ কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে সাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে।বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত কলাপাড়ায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে এবং পরিমাণ আরো বাড়তে পারে।
বৃহস্পতিবার সকালে বৃষ্টির কারণে বন্ধ ছিল কলপাড়া শহরের অধিকাংশ দোকান। নিচু এলাকায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃদ্ধি পেয়েছে। টানা বৃষ্টিতে দু্র্ভোগে পড়েন স্কুলগামী শিক্ষার্থীসহ সব শ্রেণি-পেশার মানুষ। তলিয়ে গেছে আমনের ক্ষেত।
কলাপাড়া পৌর শহরের রিকশাচালক ওমর আলী বলেন, “গত তিনদিন ধরে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। গতকাল রাত থেকে এক নাগারে বৃষ্টি শুরু হয়েছে। আজ সকালে বৃষ্টির মধ্যে রিকশা চালানো দায় হয়ে গেছে। শহরে মানুষজনের আনাগোনাও কম।”
লঞ্চঘাট এলাকার পান বিক্রেতা ধীরেন্দ্রনাথ বলেন, “বৃষ্টির কারণে বাজারে তেমন মানুষজন নেই। বেচাবিক্রি খুবই কম। এভাবে চলতে থাকলে পান পঁচে যেতে পারে।”
টিয়াখালী ইউনিয়নের কৃষক আবছের হাওলাদার বলেন, “আমাদের এলাকার অধিকাংশ কৃষকের আমনের বীজ রোপণের কাজ শেষ হয়েছে। বৃষ্টির কারণে আমাদের ক্ষেত পানিতে তলিয়ে আছে। এভাবে বৃষ্টিপাত চলতে থাকলে বীজ নষ্ট হয়ে যেতে পারে।”
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, “আমাগী পাঁচদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।”
ঢাকা/ইমরান/মাসুদ