ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ 

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২১, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৪:৪৫, ২১ আগস্ট ২০২৫
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বিক্ষোভ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

স্থায়ী ক্যাম্পাসসহ একাধিক দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বেসরকারি ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভারের উত্তর দিকের অংশে অবস্থান নেন তারা। ফলে যান চলাচল বন্ধ হয়ে ঢাকা-চট্টগ্রামমুখী উভয় লেনে যানজটের সৃষ্টি হয়। আধাঘণ্টা পর দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা সড়ক থেকে সরে যান।

আরো পড়ুন:

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, “শিক্ষার্থীরা আজ মহাসড়ক অবরোধ করেছিলেন। ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে তাদের সঙ্গে কথা বলা হয়। এরপর শিক্ষার্থীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তাদের একটি প্রতিনিধিদল জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে আলোচনায় বসার কথা রয়েছে।” 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাসের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস সার্ভিস চালু, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পরিবর্তনের দাবিতে আজ বুধবার শহরের হাজারী রোড থেকে পদযাত্রা বের হয়। দুপুর সাড়ে ১২টার দিকে তারা মহাসড়ক অবরোধ করেন। দুপুর ১টায় তারা সড়ক ছেড়ে দেন। অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। 

শিক্ষার্থীরা ‘মেরুদণ্ডহীন প্রশাসন মানি না, মানব না’, ‘ছাত্র আন্দোলন দুর্বার হোক, ভাড়া ক্যাম্পাস শেষ হোক’, ‘স্থায়ী ক্যাম্পাস মানতে হবে, প্রতারণা ভাঙতে হবে’, ‘আজকের সংগ্রাম, আগামী প্রজন্মের অধিকার’, ‘শিক্ষা-ব্যবসা একসঙ্গে চলে না’ বলে স্লোগান দেন।

ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থী ফাহিমা আক্তার বলেন, “আমরা দীর্ঘদিন দাবি জানিয়ে আসলেও শুধু আশ্বাস ছাড়া কিছুই মেলেনি। এবার বাধ্য হয়ে মহাসড়কে অবস্থান করি। স্থায়ী ক্যাম্পাস না হলে ইউজিসি আমাদের বিশ্ববিদ্যালয়কে ‘রেড লিস্ট’-এ অন্তর্ভুক্ত করতে পারে, তখন  হাজারো শিক্ষার্থীর জীবন চরম অনিশ্চয়তার মুখে পড়বে।”

আরাফাত নামে অপর শিক্ষার্থী বলেন, “দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি। দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।” 

এর আগে বুধবার (২০ আগস্ট) রাতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম জামালউদ্দীন আহমদ পদত্যাগ করেন। গত ১৮ আগস্ট থেকে স্থায়ী ক্যাম্পাসসহ বিভিন্ন দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, গত বছরের ১৩ আগস্ট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ১৫ দফা দাবি পেশ করেছিল। কর্তৃপক্ষ দাবি মানার আশ্বাস দিলেও বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা ২১ অক্টোবর ক্লাস ও পরীক্ষা বর্জন করে ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করে। সর্বশেষ চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি দাবি আদায়ের লক্ষ্যে অবস্থান কর্মসূচি পালন করে তারা।

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়