ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২১ আগস্ট ২০২৫  
স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

সিরাজগঞ্জের সলঙ্গায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আবু কাছির হাসান হীরা (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আবু কাছির হাসান হীরা জেলার রায়গঞ্জ উপজেলার আব্দুস সাত্তার ভূঁইয়ার ছেলে।

আরো পড়ুন:

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মাসুদুর রহমান বলেন, ‘‘স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে আবু কাছির হাসান হীরাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর আসামি নুর নবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।’’

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ভুক্তভোগী কিশোরী সলঙ্গা থানার একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। ২০১৬ সালে তার সঙ্গে আবু কাছির হাসান হীরার মোবাইল ফোনে পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি আসামি নুর নবীর সহযোগিতায় হীরা কিশোরীকে বগুড়ার মোমিন পার্কে নিয়ে যায়। সেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে একটি কক্ষে তাকে ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে।

পরে বিভিন্ন সময়ে কিশোরীকে একাধিকবার ধর্ষণ করলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিশোরী। তখন ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকার করে হীরা। এ ঘটনায় ২০১৯ সালের ১৬ জুন কিশোরী বাদী হয়ে আবু কাছির হাসান হীরা ও নুর নবীকে আসামি করে সলঙ্গা থানায় মামলা করেছিল।

ঢাকা/রাসেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়