ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টেকনাফে ৫০ লাখ টাকার দাবিতে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৯, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ১৮:৩৭, ২১ আগস্ট ২০২৫
টেকনাফে ৫০ লাখ টাকার দাবিতে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ

মাহমুদুল হককে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী

কক্সবাজারের টেকনাফে ৫০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে এক মাছ ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর স্ত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অপহৃত ব্যবসায়ীর নাম মাহমুদুল হক (৩৮)। তিনি সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (২০ আগস্ট) সকালে রোকেয়া বেগম নামের এক নারী তার স্বামী মাহমুদুল হককে অপহরণের অভিযোগে টেকনাফ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগের একটি কপি বাহারছড়া তদন্ত কেন্দ্রে পাঠানো হয়েছে। অভিযোগের পর থেকেই পুলিশ উদ্ধার অভিযান ও তদন্ত চালাচ্ছে।

অপহৃতের স্ত্রী রোকেয়া বেগম বলেছেন, সোমবার (১৮ আগস্ট) সকালে তার স্বামী ব্যবসায়িক কাজে শামলাপুর এলাকায় যান। তিনি রাতে বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজ করা হয়। ওই রাতেই তার স্বামীর ফোন নম্বর থেকে কল আসে। অজ্ঞাত এক ব্যক্তি মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা দাবি করেন এবং টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেন।

তিনি বলেছেন, মঙ্গলবার সকালে টেকনাফ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। অপহরণের তিন দিন পার হলেও আমার স্বামীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানিয়েছেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, এক নারীর ফাঁদে ফেলে দুর্বৃত্তরা তাকে আটকে রেখেছে। এটি অপহরণ নাকি অন্য কোনো বিষয় আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত অপহৃত ব্যক্তির সন্ধান মেলেনি।

ঢাকা/তারেকুর/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়