ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে পাচারের সময় ইলিশ জব্দ, আটক ১

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২১ আগস্ট ২০২৫  
ভারতে পাচারের সময় ইলিশ জব্দ, আটক ১

বৃহস্পতিবার দুপুরে ছাগলনাইয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানকালে ইলিশ মাছসহ হৃদয়কে আটক করে বিজিবি

ফেনীর ছাগলনাইয়া সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মো. হৃদয় (১৮) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুপুরে ছাগলনাইয়া সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ভারতে পাচারকালে প্রায় সাড়ে ২২ হাজার টাকার ইলিশ মাছসহ এক যুবককে আটক করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, ইলিশ বাংলাদেশের জাতীয় সম্পদ। এ সম্পদ রক্ষায় সীমান্তে বিজিবি সর্বদা সজাগ আছে। সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

তিনি জানান, জব্দ করা ইলিশ মাছ ও আটক যুবককে ছাগলনাইয়া থানায় সোপর্দ করা হয়েছে। হৃদয় খাগড়াছড়ির রামগড় থানার বলিপাড়া গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে।

ঢাকা/সাহাব উদ্দিন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়