মামলার প্রধান আসামি আমি কিন্তু আমাকে গ্রেপ্তার করছে না: রনি
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলনকারী ছাত্র জনতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা দায়ের ও গ্রেপ্তারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা ১টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে বের হওয়া মিছিলে ছাত্র জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়।
মিছিল শুরুর পূর্বে প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনি বলেন, ‘‘আজ ২৫ দিনের মতো আমরা স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে আন্দোলন করছি। এ পর্যায়ে এসে আমাদের সহযোদ্ধা শিক্ষার্থী সুহানকে গ্রেপ্তার করা হয়েছে। অথচ সুহান জুলাই যোদ্ধা। সে ২৪-এর আন্দোলনটি ১৭টি গুলি খেয়েছে। তাকে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে আটকে রাখা হয়েছে।’’
‘‘যে মামলায় সুহানকে আটক করা হয়েছে সেই মামলার প্রধান আসামি আমি। আমাকে নাকি পুলিশ কমিশনার খুঁজেছেন। পরে আমি নিজে গত পরশুদিন কোতোয়ালি থানায় গিয়ে কমিশনারকে আহ্বান জানিয়েছিলাম আমাকে অ্যারেস্ট করতে। কিন্তু তিনি আমাকে গ্রেপ্তার না করে সহযোদ্ধাদের গ্রেপ্তার করছেন। ২৪ পরবর্তী সময়ে বাংলাদেশে এ রকম চিত্র দেখতে হবে কল্পনাও করিনি,’’ বলেন রনি।
তিনি আরো বলেন, ‘‘মেডিক্যালের সামনে অনশনরত শিক্ষার্থীদের ওপরে, আমাদের মা-বোনদের ওপরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবলীগ ও ছাত্রলীগের লোকজন যে হামলার ঘটনা ঘটিয়েছে তার বিচার চেয়ে আমরা গতকাল থানায় মামলা দায়েরের জন্য গিয়েছিলাম। সেখানে লিখিত অভিযোগ দিয়েছি। এখন দেখি পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করে?’’
ঢাকা/পলাশ