ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৬, ২১ আগস্ট ২০২৫  
রামেক হাসপাতালে ২ ডেঙ্গু রোগীর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোর এবং সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন:

মৃত দুজন হলেন—চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা মো. আইয়ুব (২৫) এবং রাজশাহী শহরের শিরোইল মোল্লা মিল এলাকার বাসিন্দা রাফিয়া বেগম (৫৫)।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতালের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাফিয়া ১৭ আগস্ট থেকে এবং আইয়ুব ১৯ আগস্ট থেকে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে দুজনকেই আইসিইউতে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাফিয়া বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে মারা যান। আইয়ুব মারা যান সকাল ৭টা ৪০ মিনিটে।

এ নিয়ে চলতি বছরে রামেক হাসপাতালে ছয়জন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো। এখন ১৭ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঢাকা/কেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়