ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’

রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ২১ আগস্ট ২০২৫   আপডেট: ২২:১৮, ২১ আগস্ট ২০২৫
‘বিচার ও সংস্কার এড়িয়ে নির্বাচন দিলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না’

জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, ‘‘বিচার ও সংস্কারকে পাশ কাটিয়ে সরকার যদি নির্বাচনের দিকে অগ্রসর হয়, তাহলে তা বাংলাদেশের মানুষের জন্য কাঙ্ক্ষিত গণতন্ত্রের রূপান্তর ঘটাতে সক্ষম হবে না।’’

বৃহস্পতিবার (২১ আগস্ট) রংপুরের হারাগাছে এক পথসভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

আখতার হোসেন বলেন, ‘‘সরকার চাইলে যেকোনো সময় নির্বাচন দিতে পারে। তবে, তার আগে সকল সংস্কার বাস্তবায়ন, বিচার প্রক্রিয়া দৃশ্যমান করা, মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করাসহ লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।’’

বাংলাদেশে নতুন সংবিধানের বাস্তবতায় সরকার গণপরিষদ নির্বাচন আয়োজন করলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাতে সাধুবাদ জানাবে বলে মন্তব্য করেন তিনি।

আখতার আরো বলেন, ‘‘অভ্যুত্থানের প্রেক্ষাপটে দেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার পরিবর্তন ঘটেছে। ফলে গণপরিষদের নির্বাচনের মাধ্যমে শাসনতান্ত্রিক কাঠামো তৈরিতে সরকারকে ভূমিকা রাখতে হবে। তাই সরকার দ্রুত গণপরিষদ নির্বাচনের পদক্ষেপ নিলে এনসিপি তাতে সাধুবাদ জানাবে।’’

ঢাকা/আমিরুল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়