ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জের হোটেল থেকে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩১, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ০৮:৩১, ২২ আগস্ট ২০২৫
কিশোরগঞ্জের হোটেল থেকে হাত বাঁধা যুবকের লাশ উদ্ধার

ফাইল ফটো

কিশোরগঞ্জে একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের হাত বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলা শহরের স্টেশন রোডে অবস্থিত হোটেল গোল্ডেন পার্ক থেকে মরদেহটি উদ্ধার হয়। 

আরো পড়ুন:

মারা যাওয়া মো. নাহিদ খান অভি (৩৪) জেলার তাড়াইল উপজেলার তালজাঙ্গা এলাকার আবদুল হক খানের ছেলে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, গত বুধবার সন্ধ্যায় নাহিদ খান অভি গোল্ডেন পার্ক হোটেলে গিয়ে একটি কক্ষ ভাড়া নেন। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে পুলিশে খবর দেন হোটেল কর্তৃপক্ষ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে কক্ষটির ভেতরে প্রবেশ করে এবং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পায়। এসময় মরদেহের দুই হাত গামছা দিয়ে বাঁধা ছিল। মারা যাওয়া যুবকের সঙ্গে থাকা পরিচয়পত্রে ঠিকানা দেখে স্বজনদের খবর দেওয়া হয়।

ওসি জানান, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়