ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ফেরিতে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২২ আগস্ট ২০২৫   আপডেট: ১২:০৮, ২২ আগস্ট ২০২৫
খুলনায় ফেরিতে ট্রলারের ধাক্কা, নিখোঁজ ১

আকাশকে উদ্ধারে অভিযান পরিচালনা করে নৌবাহিনীর ডুবুরিদল।

খুলনায় ভৈরব নদে ফেরির সাথে ট্রলারের ধাক্কায় এক কিশোর নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে জেলখানা ও সেনেরবাজার ঘাটের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

উদ্ধার অভিযানে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ নৌবাহিনীর ডুবুরিরা অংশ নেন।

নিখোঁজ কিশোর রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশ (১৭)।

রূপসা নৌপুলিশ ফাঁড়ির এসআই শিমুল ঘোষ জানান, রাত সোয়া ১০টার দিকে একটি যাত্রীবাহী ট্রলার জেলখানা ঘাট থেকে সেনেরবাজারের দিকে যাচ্ছিল। মাঝামাঝি স্থানে পৌঁছলে ফেরির সাথে ট্রলারটির ধাক্কা লাগে। এ ঘটনায় ট্রলার থেকে দুজন নদে পড়ে যান। এর মধ্যে একজনকে উদ্ধার করা গেলেও আকাশের সন্ধান পাওয়া যায়নি।

প্রথমে স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিলেও পরে খুলনা সদর নৌপুলিশ, রূপসা নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরিরা অভিযান চালান। তবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

এসআই শিমুল ঘোষ বলেন, “যাত্রীবাহী ট্রলারের টি ফেরিকে ধাক্কা দিলে নৌকার একটি অংশ ফেরির নিচে ঢুকে যায়। এতে কিছু যাত্রী ফেরিতে উঠে যান, তবে দুজন যাত্রী পড়ে যান। এর মধ্যে আইচগাতি ইউনিয়নের সাহাপাড়া গ্রামের বাসিন্দা দিলীপ সরকারের ছেলে আকাশের সন্ধান এখনও পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান রয়েছে।”

ঢাকা/নুরুজ্জামান/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়