থানার ৩০০ গজ দূরত্বে দুর্ধর্ষ চুরি, কোটি টাকার ক্ষতি
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটে।
ফেনীর সোনাগাজীতে থানার মাত্র ৩০০ গজ দূরত্বে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে এক ব্যবসায়ীর অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে সোনাগাজী বাজারে শেখ আকিলা মার্কেটের দ্বিতীয় তলায় মেসার্স ভাই ভাই ইলেকট্রনিকস নামের একটি প্রতিষ্ঠানে ঢুকে সংঘবদ্ধ চোরচক্র অন্তত ৪৫০টি মোবাইল ফোন, ৫০টি হাতঘড়ি, গ্রাহকের সার্ভিসিংয়ে রাখা ৫০টি মোবাইল এবং ক্যাশবাক্সে থাকা নগদ প্রায় পাঁচ লাখ টাকা নিয়ে যায়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে জানিয়েছেন ব্যবসায়ী সজিবুল ইসলাম।
ভুক্তভোগী ব্যবসায়ী সজিবুল ইসলাম পলাশ জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় ফেরেন। সকালে দোকানে গিয়ে তালা কাটা অবস্থায় দেখতে পান। পরে সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, ছয়জনের একটি চোরচক্র মালামাল লুট করছে।
তিনি বলেন, “এত বড় আর্থিক ক্ষতিতে আমি এখন দিশেহারা হয়ে পড়েছি।”
চুরির সিসিটিভি ফুটেজ এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, দুজন ব্যক্তি দোকানে প্রবেশ করে ব্যাগে মালামাল ভর্তি করছে, বাকিরা মার্কেটের নিচে অবস্থান করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, “মার্কেট থেকে থানার দূরত্ব মাত্র ৩০০ গজ। অথচ এত বড় চুরির ঘটনায় থানার ওসি বা সার্কেল এসপি কেউ ঘটনাস্থল পরিদর্শন করেননি। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সোনাগাজী বাজার বণিক সমিতির সভাপতি মো. নুর নবী বলেন, “এটি অত্যন্ত পরিকল্পিত ঘটনা। বাজারের পাহারাদার ভোর ৬টা পর্যন্ত দায়িত্বে ছিলেন কিন্তু চুরি ঘটে সকাল সাড়ে ৬টার দিকে। সম্ভবত বাইরের কোনো চক্র এর সঙ্গে জড়িত।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজীদ হোসেন আকন বলেন, “এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী একটি মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
থানার ৩০০ গজ দূরত্বে চুরি প্রসঙ্গে তিনি বলেন, “চুরির ঘটনা ভোরবেলায় ঘটে, তখন বাজারে নাইটগার্ড থাকে না এবং পুলিশ ধীরে ধীরে উইথড্র হয়।”
সিসি ক্যামেরা থেকে চোরচক্রের কাউকে শনাক্ত করা হয়েছে কিনা এমন প্রশ্নের ওসি বলেন, ‘‘আপনি যেটি দেখেছেন, আমিও সেটি দেখেছি। আমরা তদন্ত করছি।”
ঢাকা/সাহাব উদ্দিন/এস